শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মায়ের কুলখানি
স্টাফ রিপোর্টার ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও কুলখানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) বিকেল ৫টায় রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে এ কুলখানি অনুষ্ঠিত হয়। আসর নামাজের পর অনুষ্ঠিত কুলখানিতে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও শুভাকাক্সক্ষীসহ অসংখ্য মানুষ তার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন। চাঁদপুর থেকেও বিশিষ্টজন, প্রশাসনিক কর্মকর্তা ও দলের নেতা-কর্মীবৃন্দ দোয়া মাহফিলে শরীক হন।

দোয়া মাহফিলে অংশ নেয়ায় পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন মরহুমার একমাত্র মেয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং একমাত্র ছেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।

এ সময় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, আমাদের মা তাঁর রাজনৈতিক স্বামীর জীবনের সমস্ত ঝড়-ঝঞ্ঝার সংগ্রাম একাই সামাল দিয়েছেন। আমাদেরকে বড় করেছেন। তিরি সততা ও দৃঢ়তার সাথে বিগত চল্লিশ বছর শিক্ষকতা করেছেন। সন্তানদের আদর-যত্নে মানুষ করেছেন। তাঁর অসংখ্য শিক্ষার্থীকে আদর্শ মানুষ হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। আমার মা ছিলেন অত্যন্ত সাদামাটা জীবন-যাপনে অভ্যস্ত একজন মানুষ। আপনারা সবাই আমার মার জন্যে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেশত নসিব করেন।

রহিমা ওয়াদুদের কুলখানি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফীক নাওয়াজ, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, অসীম কুমার উকিল এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য ড. মিজানুর রহমান, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), সিআইপি জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সনাক চাঁদপুর সভাপতি অধ্যাপক মোশাররফ হোসেন, দৈনিক চাঁদপুর জমিন সম্পাদক ও প্রকাশক রোকনুজ্জামান রোকন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও ফরক্কাবাদ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোঃ হাসান খান, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নূর খান, চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, সাবেক সহ-সভাপতি নুরুল ইসলাম নুরু, আওয়ামী লীগ নেতা হাজী আবুল বাশার মিলন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস ম্যানুফেকচারার্স এন্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয় সভাপতি এমআর শামীম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, হাইমচর নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউদ আল নাসেরসহ নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা দপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয়, মঞ্জুরি কমিশনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক উপাচার্য অনেকেই দোয়া মাহফিলে অংশ নেন।

শিক্ষামন্ত্রীর দফতর থেকে জানানো হয়, ছাত্রলীগের প্রথম কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক মরহুম এমএ ওয়াদুদের সহধর্মিণী এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদের মা অবসরপ্রাপ্ত শিক্ষিকা রহিমা ওয়াদুদ গত ৬ মে ঢাকার কলাবাগানে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ৭ মে তাঁকে বনানী কবরস্থানে তাঁর স্বামীর কবরে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা। এছাড়া পেশাজীবী, শিক্ষা পরিবারের সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা সমবেদনা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়