শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০

চলন্ত মোটরসাইকেলে টিকটক : প্রাণ গেলো দুই বন্ধুর
গোলাম মোস্তফা ॥

চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও বানাতে গিয়ে সড়কেই প্রাণ গেলো দুই বন্ধুর। গতকাল ১২ মে শুক্রবার বিকেলে চাঁদপুর-রায়পুর সড়কের গাছতলা ব্রীজ সংলগ্ন স্থান বাদামতলা এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলো চাঁদপুর শহরের চৌধুরী পাড়া এলাকার মৃত আব্দুল মালেক প্রধানের ছেলে সাব্বির হোসেন (১৮) ও আদর্শ মুসলিম পাড়া এলাকার ফজলুল হকের ছেলে অনিম (১৯)। এ ঘটনায় তাদের সাথে থাকা রাহাত (১৬) নামে আরেক কিশোর মারাত্মক আহত হয়েছে।

এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের বন্ধুবান্ধবসহ সকল আত্মীয়-স্বজনের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর পরই স্বজনরা আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে ছুটে আসে।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে তারা তিন বন্ধু একটি মোটরসাইকেল করে শহর থেকে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ঘুরে বেড়াতে যায়। সেখান থেকে তারা ফিরে আসার সময় টিকটক বানানোর জন্য চলন্ত মোটরসাইকেলে মুঠোফোন দিয়ে ভিডিও করতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, তারা টিকটকের ভিডিও করতে করতে মোটরসাইকেলটি রাস্তার রং সাইডে চলে যায়। গাছতলা বাদামতলা নামক স্থানে গেলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে করে ওই মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে। ঘটনাস্থলেই দুইজন নিহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহত বন্ধু এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীরা তাদের সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মিজানুর রহমান জানান, তাদের দুজনের পুরো শরীরে অনেক আঘাত ও রক্তাক্ত জখম হয়েছে। এখানে তাদেরকে মৃতই নিয়ে আসা হয়েছে। আমি তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত দেখতে পাই।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, আমি শুনেছি দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, ঘটনার সাথে সাথেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে দুর্ঘটনায় নিহত দুজনের বাসা রাস্তার এপাড়-ওপাড় বা পাশাপাশি হওয়ায় এ ঘটনার পর পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়