প্রকাশ : ১৩ মে ২০২৩, ০০:০০
![মোখা : পাঁচ নম্বরে কল করে নেয়া যাবে কোস্টগার্ডের সেবা](/assets/news_photos/2023/05/13/image-32917.jpg)
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে কোস্ট গার্ড। দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে পরিস্থিতি মোকাবিলায় কাজ করবে কোস্ট গার্ড।
শুক্রবার (১২ মে) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা থেকে উপকূলবাসীকে রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ড কর্তৃক গ্রহণ করা হয়েছে। এছাড়াও উপকূলীয় দ্বীপগুলো, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেওয়ার পাশাপাশি কোস্ট গার্ড স্টেশনে আশ্রয় প্রদানের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট দুর্যোগ চলাকালে ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের সব জোন, জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট এবং ডিজাস্টার রেসপন্স অ্যান্ড রেস্কিউ টিম প্রস্তুত রয়েছে। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য কোস্টগার্ডের মেডিকেল টিম ও ডুবুরি টিম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। ঘূর্ণিঝড় ‘মোখা’ চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে সার্বক্ষণিক সমন্বয় সাধনের জন্য বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক জোনভিত্তিক কন্ট্রোলরুম পরিচালনা করা হবে।
দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের জন্য নিম্নোক্ত নম্বরগুলোতে ২৪ ঘণ্টা সেবা প্রদানের লক্ষ্যে মনিটরিং করা হবে।
নম্বরগুলো হলো :
১। সদর দপ্তর ০১৭৬৯৪৪০৯৯৯
২। ঢাকা জোন ০১৭৬৯৪৪১৯৯৯
৩। চট্টগ্রাম জোন ০১৭৬৯৪৪২৯৯৯
৪। বরিশাল জোন ০১৭৬৯৪৪৩৯৯৯
৫। খুলনা জোন ০১৭৬৯৪৪৪৯৯৯
সূত্র : ঢাকা পোস্ট।