প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০
চাঁদপুর শহরের প্রধান পাইকারী বাজার পুরাণবাজারের আড়তগুলোতে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের। গত ১৫ দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০-২৫ টাকা। পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন ক্রেতারা। দাম বাড়ার কারণ হিসেবে আড়তদার ব্যবসায়ীরা জানিয়েছেন ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধকে। ১১ মে বৃহস্পতিবার দুপুরে পেঁয়াজের বাজারে গিয়ে দেখা গেছে, আড়তে আড়তে বিক্রি হচ্ছে কৃষকের দেশীয় পেঁয়াজ। পাইকারী প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে, খুচরা বাজারে দাম আরো বেশি।
ব্যবসায়ী ও আড়তদাররা বলছেন, প্রায় দুই মাস ধরে দেশের সব স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এ অবস্থায় দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়ে চাহিদার জোগান দিতে হচ্ছে। জোগান কমে আসার শঙ্কায় দাম বেড়েছে। এখন পুরাণবাজারে পাইকারীতে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০টাকায়। ভারত থেকে আমদানি না হলে দাম আরো বাড়ার আশঙ্কা তাদের। আদার দামও বেড়েছে।