প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০
![পলিথিন ও প্লাস্টিকের বিকল্প একমাত্র পাটজাত পণ্য হতে পারে](/assets/news_photos/2023/05/12/image-32873.jpg)
পরিবেশ সুরক্ষায় পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে নাগরিক ভাবনা বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে চাঁদপুর মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম। ১০ মে বুধবার সকালে চাঁদপুর শহরের এলিট চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত সকলে বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন এবং সমস্যা সমাধানে নিজেদের ভাবনা তুলে ধরেন। এ সময় বাজারগুলোতে পলিথিন ব্যবহার না করার জন্যে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বেশির ভাগ বক্তা।
বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াছির আরাফাত। তিনি বলেন, আমাদের চারপাশে পলিথিন ও প্লাস্টিকে সয়লাব। পৃথিবীর অনেক দেশে এগুলো নিষিদ্ধ রয়েছে। এক্ষেত্রে ব্যক্তি সচেতনতার বিকল্প নেই। এই বিষয়ে শিক্ষকরা ভালো ভূমিকা রাখতে পারেন। কোনো ক্ষতিকর দ্রব্য যদি নির্মূল করতে হয়, তাহলে তার উৎপাদন বন্ধ করতে হয়।
তিনি আরো বলেন, পলিথিনের বিকল্পও আমাদের ভাবতে হবে। পলিথিন ও প্লাস্টিকের বিকল্প একমাত্র পাটজাত পণ্য হতে পারে, যা পরিবেশবান্ধব। সামাজিক দায়বদ্ধতা আমাদের মধ্যে পরিষ্কার নয়। একটি প্লাস্টিক তৈরিতে ৩৮টি ক্যামিকেল ব্যবহার হয়। এর মধ্যে ৮ থেকে ১০টি ক্যামিকেলে বেশি ক্ষতি হয়। একটি পলিথিন ৪ থেকে ৫শ’ বছর মাটির নিচে থাকতে পারে, পচে না। আর তা খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। যার কারণে দেশে ক্যান্সারের হার বাড়ছে। শিশুরাও এ ভয়ানক ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আমার মতে, এই অনুষ্ঠানটি বাজারকেন্দ্রিক হলে ভালো হতো।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মুনির চৌধুরীর সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী প্রমুখ।
মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ শরীফ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ফোরামের জেলা শাখার সহ-সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ মুনিরা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মাঝি, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হারুনুর রশিদ পাটোয়ারী, অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, দপ্তর সম্পাদক নাহিদা সুলতানা সেতু, কুমিল্লা জোনের প্রোগ্রাম অফিসার মাসুদুল আলম প্রমুখ।
বৈঠকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহআলম মিয়াজী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য আয়শা রহমান লিলি, সাবেক কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম খান, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, মহিলা পৌর আওয়ামী লীগ নেত্রী শিপ্রা দাস, আয়শা আক্তার শ্যামলী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মোঃ কামরুল ইসলাম, জেলা মহিলা পার্টির সদস্য সচিব শাহিন স্বপ্না, জেলা জাতীয় পার্টির সদস্য ফারিহা চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।