প্রকাশ : ১২ মে ২০২৩, ০০:০০
![শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির মায়ের কুলখানি আজ](/assets/news_photos/2023/05/12/image-32872.jpg)
আজ ১২ মে শুক্রবার বাদ আসর (বিকেল ৫টায়) শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে. আর. ওয়াদুদ টিপুর রত্নগর্ভা মা শিক্ষাবিদ মরহুমা বেগম রহিমা ওয়াদুদের কুলখানি রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্র মাঠে (কলাবাগান বাসস্ট্যান্ডের বিপরীতে) অনুষ্ঠিত হবে।
চাঁদপুরের প্রথম মুসলমান উকিল মরহুম আবদুল হাকিমের কন্যা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর ঘনিষ্ঠ সহচর, ছাত্রলীগের প্রথম কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক ভাষাসৈনিক মরহুম এমএ ওয়াদুদের সহধর্মিণী এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট শল্যচিকিৎসক ডাঃ জাওয়াদুর রহিম ওয়াদুদের মাতা অবসরপ্রাপ্ত শিক্ষিকা বেগম রহিমা ওয়াদুদ গত ৬ মে ঢাকার কলাবাগানে তাঁর নিজ বাসভবনে ৮৯ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। ৭ মে তাঁকে বনানী কবরস্থানে তাঁর স্বামীর কবরের পাশে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি এক পুত্র, পুত্রবধূ, এক কন্যা, জামাতা, পাঁচ নাতি-নাতনি, তাদের স্ত্রী-স্বামী ও এক প্রপৌত্র, এক বোন, আত্মীয়-পরিজন, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
বেগম রহিমা ওয়াদুদের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পীকার, মাননীয় মন্ত্রীবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পেশাজীবীবৃন্দ, শিক্ষা পরিবারের সদস্যবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছুটে এসেছেন আত্মীয়স্বজন, প্রতিবেশী, রাজনীতিক, সাবেক শিক্ষার্থীসহ বহু মানুষ। যে বিপুল সংখ্যক মানুষ মরহুমার জানাজা ও দাফনে অংশ নিয়েছেন এবং যাঁরা শোক ও সমবেদনা জানিয়েছেন তাঁদের সবার প্রতি মরহুমার পরিবার গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছে।
মরহুমা বেগম রহিমা ওয়াদুদের কুলখানি উপলক্ষ্যে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তাঁকে বেহেশত দান করার জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনায় অংশগ্রহণ করতে তাঁর পুত্র, পুত্রবধূ, কন্যা, জামাতা, নাতি-নাতনিসহ তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়-পরিজন, প্রতিবেশী, সহকর্মী, শুভানুধ্যায়ী সবার প্রতি বিনীত অনুরোধ করা হয়েছে।