শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০

৩১ মে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সংক্রান্ত তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আসছে ৩১ মে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল ১০ মে বুধবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনি তফসিল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ইকবালুজ্জামান ফারুক। তিনি সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী আসছে ১১ মে বৃহস্পতিবার ও ১৩ মে শনিবার দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ, ১৫ মে সোমবার মনোনয়নপত্র দাখিল, ১৬ মে মঙ্গলবার মনোয়নপত্র যাচাই-বাছাই, ১৮ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহার, ২০ মে শনিবার চূড়ান্ত প্রার্থিতা তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এরপর প্রচার-প্রচারণা শেষে আগামী ৩১ মে বুধবার সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের সদস্য সচিব মনিরুজ্জামান বাবলু।

শর্তানুযায়ী সমিতি কর্তৃক নির্ধারিত ফি জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ এবং মনোনয়ন ফি’র মূল রসিদ সংযুক্ত করে সীলগালা যুক্ত খামে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় প্রার্থীর প্রস্তাব ও সমর্থনকারী অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং প্রার্থী সশরীরে উপস্থিত থেকে মনোনয়ন প্রত্যাহার করতে হবে। তবে মনোনয়নপত্র প্রত্যাহারকৃত প্রার্থীর জমাকৃত ফি অফেরতযোগ্য। একই প্রতীকের জন্যে একাধিক প্রার্থী আবেদন করলে তা লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হবে। তফসিল ঘোষণা শেষে সংবাদকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ সেলিম। সংবাদ সম্মেলনে উপজেলায় কর্মরত সকল পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়