রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০

ইজিবাইক হারিয়ে ১ লাখ টাকা পেলো প্রতিবন্ধী মনির
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর পৌর এলাকার ১১নং ওয়ার্ড গুণরাজদি এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মনির হোসেন। তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। পেশায় ইজিবাইক চালক। ২৪ মার্চ পহেলা রমজান রাতে যাত্রী সেজে মনির হোসেনকে বঙ্গবন্ধু সড়কে নিয়ে তাকে অজ্ঞান করে ইজিবাইক চুরি করে নিয়ে যায় চোর চক্র। এরপর মনির হোসেন চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করলে মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ইজিবাইকটি খুজেঁ বের করার জন্য জোরালো চেষ্টা চালান। তবুও ইজিবাইকটি খুঁজে পাওয়া যায় নি। এদিকে ইজিবাইক হারিয়ে খুবই হতাশাগ্রস্ত আর সাংসারিকভাবে খুবই অভাবে পড়েন মনির হোসেন। তিনি মারাত্মকভাবে ভেঙ্গে পড়েন। বিষয়টি অনুধাবন করতে পেরে প্রতিবন্ধী মনির হোসেনের পাশে দাঁড়ান চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ও ইন্সপেক্টর (তদন্ত) ওয়ালি উল্যাহ। এ দুই পুলিশ কর্মকর্তা ইজিবাইক কেনার জন্যে মনির হোসেনকে ১ লাখ টাকা প্রদান করেন।

গত ৯ মে দুপুর ২টায় চাঁদপুর পৌরসভায় উপস্থিত হয়ে মেয়র জিল্লুর রহমান জুয়েলের মাধ্যমে মনির হোসেনের হাতে ১ লাখ টাকা হস্তান্তর করেন চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ ও ইন্সপেক্টর (তদন্ত)। পুলিশ কর্মকর্তাদের এমন মানবিক দৃষ্টান্ত দেখে উপস্থিত সকলে তাদের প্রশংসা করেন। এ সময় পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেন, প্রতিবন্ধী মনির হোসেন যাতে তার নতুন ইজিবাইক নিয়ে চাঁদপুর পৌর এলাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারে এ বিষয়ে সহযোগিতা করা হবে।

প্রতিবন্ধী মনির জানান, ইজিবাইকটি চুরি হওয়ার পর আমি খুবই হতাশার মধ্যে ছিলাম। সংসার চালাতে পারছিলাম না। ইজিবাইকটি আমার একমাত্র আয়ের পথ ছিলো। চাঁদপুর মডেল থানার এ দুই স্যার আমাকে নতুন ইজিবাইক কেনার জন্য ১ লাখ টাকা দিয়ে সহযোগিতা করেন। এটা আমার জীবনের পরম প্রাপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়