রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০

চাঁদপুর শহরে প্রকাশ্য দিবালোকে প্রতারক চক্র কর্তৃক সম্মোহিত হয়ে এক নারী ছিনতাইয়ের শিকার
সোহাঈদ খান জিয়া ॥

গত মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে ১১টার মধ্যে চাঁদপুর সরকারি মহিলা কলেজ হোস্টেলের সামনের গলিতে এক নারী সম্মোহিত হয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ নিয়ে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের আদর্শ মুসলিম পাড়ার ভাড়াটিয়া আছমা বেগম (২৭) তার ছেলে ইমরান হোসেনকে পরীক্ষা দেয়ার জন্য বেগম মসজিদ সংলগ্ন মাদ্রাসায় যান। পরীক্ষা শেষে ছেলেকে নিয়ে আদর্শ মুসলিম পাড়ায় আসলে অজ্ঞাতনামা দুব্যক্তি বিসমিল্লাহ বেকারী কোথায় জিজ্ঞেস করে। তিনি বেকারী চিনেন না বলে চলে যাওয়ার সময় প্রতারক চক্র কৌশলে কিছু কথা বলে মহিলাকে কলেজ হোস্টেলের সম্মুখস্থ কাদের ভিলা অভিমুখী গলিতে নিয়ে আসে। এ সময় তাদের সাথে আরো ১ জন প্রতারক এসে মিলিত হয়ে আছমা বেগমের নিকট কিছু টাকা চায়। তার নিকট টাকা নেই বলে তিনি তাদেরকে জানান। এরপর প্রতারক চক্রটি সুকৌশলে আছমা বেগমকে সম্মোহিত করে ১টি স্বর্ণের আংটি ও ১ জোড়া কানের দুল নিয়ে যায়। যার মূল্য ৪৫ হাজার টাকা। এমনকি তার ব্যবহৃত একটি ভিভো মোবাইল ফোনও নিয়ে যায়। যার মূল্য ১৮ হাজার টাকা। পরবর্তীতে নিকটস্থ তৌহিদ স্টোর নামের দোকান থেকে কিছু টাকা এনে দেয়ার কথা বলে প্রতারক চক্র দ্রুত পালিয়ে যায়। এ বিষয়ে আছমা বেগম অজ্ঞাতনামা তিন জনকে বিবাদী করে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়