প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০
![ইফা চাঁদপুরের হজযাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা](/assets/news_photos/2023/05/11/image-32832.jpg)
চলতি মৌসুমে সৌদি আরবে হজপালনের নিয়ম কানুন সম্পর্কে অবহিত করতে সারাদেশের ন্যায় চাঁদপুরের হজযাত্রীদের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এ উপলক্ষে ৯ মে মঙ্গলবার রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের হজ বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল এবং হজ প্রশিক্ষণার্থীবৃন্দ। কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন (উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর)।
এবার বেসরকারিভাবে প্রশিক্ষণ পাবে ১ লাখ ১০ হাজার ৪১৭ জন। সরকারিভাবে প্রশিক্ষণ পাবে ১০ হাজার ৭৪ জন হজযাত্রী। জেলা প্রশাসনের সহযোগিতায় সারা দেশে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।