প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০
![‘একগাল হেসে বললেন, মজা খাচ্ছি’](/assets/news_photos/2023/05/11/image-32830.jpg)
চলছে প্রচণ্ড দাবদাহ। গরমের তীব্রতায় মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম। এ অবস্থায় নিজের রিকশাটিকে রাস্তার পাশে ছায়ার মধ্যে রেখে পাঁচ টাকার একটি ললি আইসক্রিম কিনে খাচ্ছেন একজন রিকশাশ্রমিক। রিকশায় শুয়ে তার আইসক্রিম খাওয়ার ভঙ্গি দেখলে লোভ লাগবে যে কোনো মানুষের। জিজ্ঞেস করা হলো, কী খাচ্ছেন? একগাল হেসে বললেন, মজা খাচ্ছি। পাঁচ টাকা দিয়ে কিনে মজা করে আইসক্রিম খাওয়ার সুন্দর এই দৃশ্যটি চাঁদপুর শহরের মুন্সেফপাড়া থেকে তোলা। ছবি ও প্রতিবেদন : পারভেজ মাহমুদ খান।