রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ মে ২০২৩, ০০:০০

বিভাগীয় পর্যায়ে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের দুই শিক্ষার্থীর কৃতিত্ব
মেহেদী হাসান ॥

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩-এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে কচুয়ার ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের দুই শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছে। ৯ মে মঙ্গলবার চট্টগ্রামের মহসিন কলেজ মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় মনসুরউদ্দীন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী উর্মি মজুমদার বাংলাদেশ স্টাডিজ বিষয়ে অংশ নিয়ে প্রথম স্থান এবং একই বর্ষের ছাত্রী আয়শা আক্তার আনিকা বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে তৃতীয় স্থান অর্জন করে। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান, এনডিসি। অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার), মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশসহ অন্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ঊর্মি ও আয়শার কৃতিত্বে কলেজের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, ছাত্রী ও অভিভাবক মহলে ব্যাপক আনন্দ উল্লাস বিরাজ করছে।

কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম জানান, মনসুরউদ্দীন মহিলা কলেজে শিক্ষার্থীদের যথার্থ মেধা বিকাশের লক্ষ্যে যত্ন সহকারে লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি সহ-পাঠক্রমিক কার্যাবলি পরিচালনা করা হচ্ছে। এতে প্রতি বৎসর পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি এ কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সুনাম কুড়াচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়