শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মে ২০২৩, ০০:০০

হাজীগঞ্জে ইউপি সদস্যের প্রতিবন্ধী ছেলেকে মারধর ॥ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
পাপ্পু মাহমুদ ॥

হাজীগঞ্জে ইউপি সদস্যের প্রতিবন্ধী ছেলেকে বেধড়ক মারধর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ পাওয়া গেছে। হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে ২নং বাকিলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ বিল্লাল গাজীর গাজী স্টোর নামের ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। ইউপি সদস্য মোঃ বিল্লাল গাজীর শারীরিক প্রতিবন্ধী ছেলে রুবেল হোসেনের উপর হামলার ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় ইভটিজার একই ইউনিয়নের স্বর্ণা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মিলন হোসেন, একই গ্রামের আলী হোসেনসহ ৬ জন যুবকের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইউপি সদস্য মোঃ বিল্লাল গাজী।

থানায় অভিযোগের সূত্রে জানা যায়, গত ৮ মে সোমবার রাত ৮টার দিকে ওয়ার্ডের বাকিলা রেললাইনের উপর পার্শ্ববর্তী স্বর্ণা গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মিলন হোসেন, একই গ্রামের আলী হোসেনসহ কয়েকজন যুবক সিগারেট হাতে মহিলাদের টার্গেট করে ধোঁয়া ছাড়ে আর শিস্ দেয়।

ইউপি সদস্য বিল্লাল তার চাচাতো ভাইসহ কয়েকজন তাদের কাছে গিয়ে ইভটিজিং করায় প্রতিবাদ করে চলে আসে। তারা পরে ইউপি সদস্যের চাচাতো ভাইদের মারধর করে পালিয়ে যায়।

পরের দিন মঙ্গলবার সকাল ১০টার দিকে ইভটিজার মিলন হোসেন ও আলী হোসেনের নেতৃত্বে ২০/২৫ জন যুবক বাকিলা বাজারে ইউপি সদস্যের মুদির দোকানে হামলা চালায়। দোকানে বসা ইউপি সদস্য বিল্লাল গাজীর প্রতিবন্ধী ছেলে রুবেলকে বেধড়ক মারধর করে।

ইউপি সদস্য বিল্লাল গাজী বলেন, এ সময় দোকানে মুদি মালামাল, নগদ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে যায়। আমি জনপ্রতিনিধি হিসেবে এবং আমার দোকানে প্রতিবন্ধী ছেলেসহ তিনজনকে মারধর ও লুটপাটের ঘটনায় ইভটিজারদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

এ বিষয়ে ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিলন বলেন, খবর পেয়ে পুলিশ প্রশাসনকে অবহিত করেছি।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বলেন, বাকিলা বাজারের ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়