প্রকাশ : ১০ মে ২০২৩, ০০:০০
![বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের স্ত্রী গাঁজাসহ আটক](/assets/news_photos/2023/05/10/image-32787.jpg)
চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি নেতার স্ত্রীকে গাঁজাসহ আটক করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ।
ঘটনার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উক্ত ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ তারেক হোসেন বিপ্লবের স্ত্রী রোজী আক্তার (৩২)কে ১ কেজি গাঁজাসহ আটক করে চাঁদপুর নৌ-পুলিশ।
ঘটনাটি ঘটেছে গত ৮ মে বিকেলে শহরের বড়স্টেশন লঞ্চ টার্মিনালের প্রবেশ মুখে। সেখান থেকে তাকে আটক করা হয়।
নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই রেদোয়ানের নেতৃত্বে গঠিত ফোর্স নৌ টার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে এবং বিভিন্নভাবে তল্লাশি করে। এক পর্যায়ে রোজী আক্তারের সাথে থাকা ব্যাগ তল্লাশি করলে ১ কেজি গাঁজা প্যাঁচানো পলিথিন উদ্ধার করে। এ ঘটনায় আটক রোজী আক্তারের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ রোজী আক্তার ও তার বোন, সাবেক ইউপি সদস্য তারেক হোসেন বিপ্লবের নেতৃত্বে ৫নং রামপুর ইউনিয়নের সকদী পাঁচগাও গ্রাম এলাকায় মাদকের জমজমাট ব্যবসা চালিয়ে আসছে। এ বিষয়ে উক্ত এলাকার দীর্ঘদিনের অভিযোগ ছিলো। অবশেষে নৌ-পুলিশের হাতে ধরা খেলো সেই মাদক ব্যবসায়ী।