রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মে ২০২৩, ০০:০০

আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্যে স্বনির্ভর হতে হবে
মিজানুর রহমান ॥

‘কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের সমলয়ে চাষাবাদের ব্লক প্রদর্শনীতে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ফসল কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে চাঁদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমদানি নির্ভরতা কমিয়ে খাদ্যে স্বনির্ভর হতে হবে। এজন্যে যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে।

জেলা প্রশাসক আরো বলেন, কৃষিকে লাভজনক করতে হবে। সব জায়গায় ধান চাষ হবে এমনটি নয়, যেখানে যে ফসল ভালো হয় তা-ই করা দরকার। কৃষিবান্ধব সরকার কৃষকের ভাগ্য উন্নয়নের জন্যে এবং বাণিজ্যিক কৃষি বাস্তবায়নের জন্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভর্তুকি মূল্যে কৃষকদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছে।

কৃষক সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন ডিএই চাঁদপুর জেলার উপ-পরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তার।

এর আগে জেলা প্রশাসক জমির ধান কাটার আধুনিক যন্ত্র কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ফসল কর্তন উদ্বোধন করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল্লাহ পাটোয়ারীসহ কৃষি সংশ্লিষ্ট অংশীজন, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় কৃষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়