রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মে ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে মোঃ সুজন (২৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ মে সোমবার সকালে তাদের বসত বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে রূপসা উত্তর ইউনিয়নের গাব্দেরগাঁও গ্রামের মোঃ শামসুল হকের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম খলিল জানান, ওই যুবক বুদ্ধিপ্রতিবন্ধী ছিলো। প্রতিবন্ধী হলেও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতো। তাদের পরিবারের লোকজন বসত বাড়ির একটি ঘরে বসবাস করে। আর পরিত্যক্ত ওই ঘরটিতে সুজন একাই বসবাস করতো। রাত ৩টার সময় সুজনের পরিবারের লোকজন পরিত্যক্ত ওই ঘরে গিয়ে ডাক-চিৎকার করে সুজন ফাঁসি দিয়েছে বলে। পরে তাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়। সোমবার সকালে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল মান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়