প্রকাশ : ০৮ মে ২০২৩, ০০:০০
![শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনগুলোকে ভূমিকা পালন করতে হবে](/assets/news_photos/2023/05/08/image-32712.jpg)
চাঁদপুর জেলা ট্রাক, ট্যাংক-লরি ও কভার্ড ভ্যান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ফরিদগঞ্জ উপজেলা শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। ৭ মে রোববার দুপুরে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডস্থ কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী। এ সময় তিনি বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে শ্রমিক সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা ঘোষণার পর এর সমর্থনে আন্দোলনে প্রথম মৃত্যুবরণকারী মসু মিয়া একজন শ্রমিক ছিলেন। এর পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধসহ সকল আন্দোলন-সংগ্রামে শ্রমিক সংগঠনগুলো ভূমিকা রেখেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হাতে গড়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগ। শ্রমিক নেতৃবৃন্দের কাছে আমার একটাই চাওয়া, যারা আন্দোলন-সংগ্রামের নামে প্রকাশ্য দিবালোকে শ্রমিকসহ যানবাহন জ্বালিয়ে দিয়েছে তাদের প্রতিহত করতে হবে। এরা কখনোই শ্রমিকের বন্ধু হতে পারে না। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই শ্রমিকসহ সকল মানুষের অধিকার রক্ষায় কাজ করছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজকাল অনেকেই মহান স্বাধীনতা যুদ্ধের শ্লোগান ‘জয় বাংলা’ যা বর্তমানে জাতীয় শ্লোগান তা বলতে লজ্জাবোধ করেন। যারা লজ্জাবোধ করেন তাদের রাজনীতি করার অধিকার নেই।
উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শরীফ মিজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম রামিমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক নাজিম গাজী, দপ্তর সম্পাদক কলিম উল্লাহ, অর্থ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী ও সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজী। এছাড়া বক্তব্য রাখেন শ্রমিক ইউনিয়ন ফরিদগঞ্জ শাখার সহ-সভাপতি আমিনুল ইসলাম সুমন, দ্বীন ইসলাম, যুগ্ম সম্পাদক সবুজ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন জনি ও অর্থ সম্পাদক সহিদুল খলিল। এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন।