রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০

বাহরাইনে বহু শ্রমিককে পথে বসিয়ে দেশে ফিরেছেন হাজীগঞ্জের সাঈদ!
কামরুজ্জামান টুটুল ॥

বাহরাইনে বহু শ্রমিককে বেতন না দিয়ে পথে বসিয়ে দিয়ে দেশে ফিরেছেন হাজীগঞ্জের সাঈদ (২৭)। প্রায় ৭০ জন বাংলাদেশী প্রবাসী শ্রমিকের তিন মাসের বেতনের টাকা নিয়ে তিনি গত ৪ মে বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশে পালিয়ে আসেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রাপ্য শ্রমিকদের আত্মীয়-স্বজনরা সাঈদের গ্রামের বাড়িতে ভিড় করতে শুরু করেছে। তবে সাঈদ বাড়িতে পৌঁছেনি বলে সাঈদের বাবা-মা ও স্ত্রী দাবি করেছেন। সাঈদ হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের নোয়া বাড়ির মোঃ জসিম উদ্দিনের বড় ছেলে। প্রায় চার বছর আগে তিনি বাহরাইনে গিয়েছিলেন। সেখানে তিনি বিল্ডিংয়ের নির্মাণ কাজের সুপারভাইজার পদে দায়িত্বরত ছিলেন। এছাড়াও তিনি বাহরাইনে কন্ট্রাক্ট নিয়ে কনস্ট্রাকশনের কাজ করতেন বলে তার বাবা চাঁদপুর কণ্ঠকে নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সাঈদ ৭০ জন প্রবাসী শ্রমিকের তিন মাসের বেতন বাবদ বাংলাদেশী টাকায় প্রায় ১ কোটি টাকা নিয়ে গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে দেশে পালিয়ে আসেন। এই ৭০ জন শ্রমিকের মধ্যে তার ইউনিয়ন কালচোঁ দক্ষিণ ইউনিয়ন ও পাশর্^বর্তী কালচোঁ উত্তর ইউনিয়নের অন্তত ২০ জন শ্রমিক রয়েছেন।

এছাড়া হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা, কচুয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর সদর উপজেলা, কুমিল্লা, বি-বাড়িয়া, নোয়াখালী ও টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন স্থানের বাংলাদেশী প্রবাসী শ্রমিকেরা তার অধীনে কাজ করতেন। তিনি বৃহস্পতিবার রাতে পালিয়ে আসার পর শুক্রবার বিষয়টি শ্রমিকেরা জানতে পারেন।

এরপর সাঈদের নিজ ও পাশর্^বর্তী ইউনিয়নের প্রবাসীরা নিজ নিজ পরিবারকে জানান। এর মধ্যে কয়েকজন শ্রমিক বিষয়টি কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনকে অবহিত করেন। এছাড়া অনেকে সাঈদের ছবি ও ওয়ার্ক পারমিটসহ বিভিন্ন কাগজপত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

এর মধ্যে ওই ইউনিয়নের শাখাওয়াত সাগর নামে একজন তার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি হাজীগঞ্জ থানা ও ইউএনওর দৃষ্টি কামনা করে উল্লেখ করেন, ৭০ জন বাংলাদেশী ভাইয়ের ২/৩ মাসের ১ কোটি টাকা নিয়ে সাঈদ বাহরাইন থেকে দেশে পালিয়ে এসেছে। তাঁর দেয়া পোস্টে ৩২ জনের নামের তালিকা দেয়া আছে। যাদের টাকা নিয়ে সাঈদ দেশে চলে আসছে।

এ বিষয়ে শনিবার (৬ মে) দুপুরে সাঈদের বাবা মোঃ জসিম উদ্দিনের সাথে কথা হলে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে আমার ছেলে দেশে আসছে বলে জানতে পেরেছি। তবে সে এখনো বাড়িতে আসেনি। শুনেছি বলাখাল আছে। এরপর এই দুদিনে (শুক্রবার ও শনিবার) ১৬ জন লোক আমাদের বাড়িতে এসেছেন। তারা বলেছেন, আমার ছেলে নাকি তাদের (প্রবাসী শ্রমিক) টাকা নিয়ে দেশে চলে এসেছে।

তিনি আরো বলেন, আমার ছেলে ওখানে (বাহরাইন) যে কোম্পানির অধিনে কাজ করে তারা নাকি এক মাসের বেতন আটকিয়ে রেখেছে। এছাড়া এক মাসের বেতন বাবদ ২ হাজার দিনার বাকি রেখেছে। এখন কোম্পানি টাকা না দিলে, আমার ছেলে কোথা থেকে দিবে? অথচ লোকজন (শ্রমিক) আমার ছেলের সাথে খারাপ ব্যবহার ও তাকে মারধর করতে আসে। তাই সে অন্য শ্রমিকদের পরামর্শে ছুটিতে দেশে চলে আসছে।

এ সময় মোঃ জসিম উদ্দিন আরো বলেন, আমার ছেলে (সাঈদ) বাড়িতে আসুক। তার সাথে কথা বলে দেখি। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে মানুষের টাকা ফেরত দিয়ে দিবো। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, কিস্তি (ঋণ) উঠিয়ে, ধার দেনা করে এবং তিন ছেলের কামাইয়ের (আয়ের টাকা) দিয়ে ঘর-দুয়ার করেছি। এখনো কিস্তির টাকা ও দেনা পরিশোধ করতে পারিনি। সাঈদ যদি এমন কিছু করতো, তাহলে আমাদের এমন অবস্থা থাকতো না।

কালচোঁ দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, গতকাল ও আজকে (শুক্রবার ও শনিবার) আমাকে বেশ কজন বিদেশ থেকে ফোন করে জানিয়েছে, সাঈদ নাকি মানুষের টাকা নিয়ে দেশে পালিয়ে এসেছে। এর মধ্যে কেউ বলেছেন ৭০ জন, আবার কেউ বলেছেন ৫২ জন শ্রমিকের বেতনের টাকা নিয়ে সে দেশে চলে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়