প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ২০২৩-২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে সংগঠনের গঠিত নির্বাচন কমিশন। এ নির্বাচনের কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। আর ঘোষিত তফসিল অনুযায়ী আজ ছিলো মনোনয়নপত্র উত্তোলনের শেষদিন।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান হাবিব জানান, সংগঠনের ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল পর্যন্ত সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক ২ জন মনোনয়নপত্র উত্তোলন করেন।
সভাপতি পদে সাবেক সভাপতি মোস্তফা মিয়া (ফুল মিয়া), বিনয় পাল ও শেখ মোঃ বিল্লাল হোসেন। আর সাধারণ সম্পাদক পদে সাবেক সেক্রেটারী খোকন কর্মকার ও মানিক পোদ্দার।
এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও কার্যকরী সদস্যসহ মোট ১১টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আজ ৭ মে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে রাত ৯টা পর্যন্ত।
মনোনয়নপত্র যাচাই-বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৯ মে রাত ৮টায়। নির্বাচনী প্রচারণা শুরু ১০ মে থেকে ১৬ মে রাত ১২টা পর্যন্ত।