রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০

১৮ মে নির্বাচন ॥ আজ  মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন
গোলাম মোস্তফা ॥

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ২০২৩-২০২৫ সালের কার্যকরী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছে সংগঠনের গঠিত নির্বাচন কমিশন। এ নির্বাচনের কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ মে অনুষ্ঠিত হবে নির্বাচন। আর ঘোষিত তফসিল অনুযায়ী আজ ছিলো মনোনয়নপত্র উত্তোলনের শেষদিন।

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান হাবিব জানান, সংগঠনের ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল পর্যন্ত সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক ২ জন মনোনয়নপত্র উত্তোলন করেন।

সভাপতি পদে সাবেক সভাপতি মোস্তফা মিয়া (ফুল মিয়া), বিনয় পাল ও শেখ মোঃ বিল্লাল হোসেন। আর সাধারণ সম্পাদক পদে সাবেক সেক্রেটারী খোকন কর্মকার ও মানিক পোদ্দার।

এছাড়াও সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক ও কার্যকরী সদস্যসহ মোট ১১টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ ৭ মে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময়। প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে রাত ৯টা পর্যন্ত।

মনোনয়নপত্র যাচাই-বাছাই ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৯ মে রাত ৮টায়। নির্বাচনী প্রচারণা শুরু ১০ মে থেকে ১৬ মে রাত ১২টা পর্যন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়