প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০
![মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির শোক](/assets/news_photos/2023/05/07/image-32662.jpg)
হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, ভাষাবীর এমএ ওয়াদুদ সাহেবের সহধর্মিণী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ দীপু মনি এমপির মাতা বেগম রহিমা ওয়াদুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি ডাঃ দীপু মনি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে. আর. ওয়াদুদ টিপুর মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বেগম রহিমা ওয়াদুদের রুহের মাগফিরাত কামনা করি। মহান আল্লাহতায়ালা যেনো তাঁকে বেহেস্ত নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই দুঃখ সইবার শক্তি দান করেন।