রবিবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৭ মে ২০২৩, ০০:০০

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদ আর নেই
মিজানুর রহমান ॥

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, একুশে পদকপ্রাপ্ত ভাষাবীর মরহুম এমএ ওয়াদুদের সহধর্মিণী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পরাষ্ট্রমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনির রত্মগর্ভা মা রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। বার্ধক্যজনিত কারণে শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৯ বছর। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রোববার (৭ মে) সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন সম্পন্ন করা হবে। তিনি আরো জানান, আজ রোববার বাদ আসর (বিকেল ৫টা) ধানমন্ডী কলাবাগান মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মরহুমা রহিমা ওয়াদুদের দুই সন্তানের মধ্যে বড় সন্তান হচ্ছেন দেশের বিশিষ্ট ডায়াবেটিক ফুট সার্জারী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু। মরহুমার পিতা হচ্ছেন চাঁদপুর জেলার প্রথম মুসলিম উকিল মরহুম আব্দুল হাকিম। মরহুমা রহিমা বেগম ওরফে রহিমা ওয়াদুদ চাঁদপুরের শতবর্ষী প্রসিদ্ধ নারী শিক্ষা প্রতিষ্ঠান মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কৃতী শিক্ষয়িত্রী ছিলেন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের রাঢ়ীরচর পাটওয়ারী বাড়ি।

এদিকে শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুতে জনপ্রতিনিধি, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা এবং বিশিষ্টজন ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

(‘আপন কথা’ শিরোনামে বেগম রহিমা ওয়াদুদের স্মৃতিচারণমূলক লেখা দ্বিতীয় পৃষ্ঠায়।)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়