প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জে মায়ের সাথে অভিমান করে রুমা আক্তার (১৯) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
৩ মে বুধবার রাতে সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। রুমা আক্তার চৌরাঙ্গা গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে এবং শোল্লা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
মা নাজমা বেগম জানান, তাদের খুব ছোট রেখেই তার বাবা মারা যায়। আমি অনেক কষ্টে তাদের লালন পালন করে বড় মেয়েকে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে রুমা শোল্লা কলেজে পড়াশোনা করে। পড়াশোনায় অমনোযোগী থাকায় আমি তাকে বকা দিয়েছি। সেজন্যে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। তার সাড়া-শব্দ না পেয়ে তার রুমে ঢুকে দেখি আড়ার সাথে ঝুলে আছে। তাৎক্ষণিক ওড়না কেটে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাই এবং কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এলাকাবাসী জানায়, লাকসামের কোনো এক ছেলের সাথে রুমার প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের সাথে মোবাইলে কথা বলতে দেখে তার মা নাজমা বেগম মোবাইলের সীমকার্ড ভেঙ্গে পেলে। এর জেরে রুমা আত্মহত্যা করেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, রুমা নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার সংবাদ চাঁদপুর মডেল থানা থেকে জেনেছি। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।