প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০
![বঙ্গবন্ধু শুধু দেশের নেতাই ছিলেন না, বিশ্ব নেতাদেরও অন্যতম](/assets/news_photos/2023/05/06/image-32613.jpg)
বঙ্গবন্ধু শুধু দেশের নেতাই ছিলেন না, বিশ্ব নেতাদের সাথেও তার নাম জড়িয়ে আছে। যে নেতার জন্ম না হলে বাংলাদেশ হতো না, সেই প্রিয় নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা গেলেও আদর্শের মুজিবকে হত্যা করা যায়নি। বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধুর বিকল্প বঙ্গবন্ধুই, যাঁকে চাইলেই কেউ মুছে ফেলতে পারবে না। বাংলার মানুষ চিরদিন তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে তাঁর আদর্শ আর সততার জন্য। যে নেতা দেশের মানুষের স্বাধিকার আদায়ে জীবনের সিংহভাগ সময় কারাবরণ করেছেন, সেই নেতাকে চাইলেই ভোলা যাবে না। তিনি আছেন থাকবেন যুগ যুগ ধরে দেশের অগণিত মানুষের মাঝে চির অমর হয়ে। ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গতকাল ৫ মে শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত জেলা শিশু-কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা চাঁদপুর জেলার বাছাই পর্বের প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক চাঁদপুরের কৃতী সন্তান সুজিত রায় নন্দী।
‘আমরা সজীব, আমরা মুজিব, আমরা জাতির পিতার উত্তরসূরি’ এ শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সুজিত রায় নন্দী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শিশুদেরকে অনেক ভালোবাসতেন। তিনি জানতেন আজকের শিশু আগামী দিনের পিতা, আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার হাতিয়ার। তাই শিশুদেরকে যোগ্য করে গড়ে তুলতে পারলেই দেশে যোগ্য শাসক তৈরি হবে। তৈরি হবে ন্যায় নীতিবান আদর্শ মানসিকতা সম্পন্ন ভালো মানুষ। তাই শিশুদেরকে অবহেলা করলে চলবে না। তাদেরকে শিক্ষা, সাংস্কৃতি, খেলাধুলাসহ ন্যায় ও সততার মাঝে গড়ে তুলতে হবে। যদি আমরা তা না পারি তাহলে আমরা যোগ্য নেতৃত্ব থেকে বঞ্চিত হব। তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনায় যোগ্যতার ইতিহাস তুলে ধরে বলেন, যোগ্য পিতা-মাতার সন্তান বলেই শেখ হাসিনা তাঁর সততার কারণে সর্ব ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছেন। তার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়ার অনুরোধ জানিয়ে আরো বলেন, দেশের নিরাত্তার স্বার্থে ও ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের প্রয়োজন রয়েছে। তাই পুনরায় শেখ হাসিনাকে নির্বাচিত করার জন্যও তিনি সকলের প্রতি বিনম্র অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ জহিরুল ইসলাম জহির, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া। জেলা শিশু-কিশোর মেলার সভাপতি অ্যাডঃ বদিউজ্জামান কিরনের সভাপতিত্বে ও আহ্বায়ক তমাল কুমার ভৌমিক ও প্রচার সম্পাদক অজয় মজুমদারের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জহিরুল ইসলাম নয়ন, আ্যডঃ মোঃ আলী তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেণী-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি পরিলক্ষিত হয়। প্রায় দুইশতাধিক প্রতিযোগী রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, লোকসংস্কৃতি, নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।