প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০
![চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ](/assets/news_photos/2023/05/06/image-32606.jpg)
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে সরকারি সম্পত্তিতে জোরপূর্বক পাকা দোকান নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, প্রবাসী কবির বেপারীর নেতৃত্বে চাঁদপুর গ্রামে দক্ষিণ বেপারী বাড়ির শাহাদাত শ্রমিক দিয়ে দোকান নির্মাণ কাজ করেন। সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ না করার জন্যে বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিষেধ করলেও তারা সে নিষেধকে অমান্য করে গতকাল শুক্রবার সকালে প্রভাব বিস্তার করে নির্মাণ কাজ করে। বিষয়টি বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা জানতে পেরে লোক পাঠিয়ে কাজ না করার জন্যে নিষেধ করে যান। এমনকি দেয়াল ভেঙ্গে দেন।
এ ব্যাপারে স্থানীয় লোকজন জানান, কবির বেপারীর নেতৃত্বে দক্ষিণ বেপারী বাড়ির শাহাদাত সরকারি সম্পত্তিতে দোকান নির্মাণ কাজ করেন। দোকান নির্মাণ না করার জন্যে সরকারি লোকজন এসে নিষেধ করে যান। তারপরও তারা কোন্ খুঁটির জোরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দোকান নির্মাণ কাজ করে সেটা বোধগম্য নয়। এদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।
বাগাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা বলেন, সরকারি সম্পত্তিতে প্রথমে দোকান নির্মাণ কাজ করতে গেলে আমরা নিষেধ করে দিয়ে আসি, এমনকি দেয়াল ভেঙ্গে দেই। আমাদের নিষেধ অমান্য করে গতকাল শুক্রবার আবারো দোকান নির্মাণ কাজ করার খবর পেয়ে সাথে সাথে লোক পাঠিয়ে কাজ বন্ধ রাখি। এমনকি দেওয়াল ভেঙ্গে দেয়া হয়েছে।