প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:০০
![৯ ঘন্টা নদীতে ভেসেও বেঁচে গেলেন এক নারী!](/assets/news_photos/2023/05/06/image-32605.jpg)
রাতের বেলায় চলন্ত লঞ্চ থেকে মেঘনা নদীতে পড়েও ৯ ঘন্টা ভাসতে ভাসতে অলৌকিক ভাবে বেঁচে গেছেন জোহরা বেগম (৩৮) নামে এক নারী। বৃহস্পতিবার (৪ মে) সকালে ৯৯৯-এ কলের সূত্র ধরে জেলেদের সহায়তায় ওই নারীকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ঠান্ডাবাজার এলাকা থেকে জীবিত উদ্ধার করে চাঁদপুর কোস্ট গার্ড। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন স্বজনরা।
কোস্ট গার্ডের সূত্রে জানা যায়, বুধবার রাতে গোসাইরহাট উপজেলা সদরের পট্টি লঞ্চঘাট থেকে ঈগল-৩ লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ওই লঞ্চের যাত্রী ছিলেন মাইঝারা গ্রামের জহিরুল ইসলাম, তার স্ত্রী জোহরা বেগম ও তাদের এক ছেলে। লঞ্চটি কোদালপুর এলাকায় পৌঁছলে রাত সাড়ে ১১টার দিকে জোহরা বেগম লঞ্চ থেকে অসাবধানতাবশত মেঘনা নদীতে পড়ে যান। তার সঙ্গে থাকা স্বজনেরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহযোগিতা চান। তখন হাইমচরের কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও গোসাইরহাট থানার পুলিশ ওই নারীকে মেঘনা নদীতে খোঁজাখুঁজি শুরু করে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা নদীর ঠান্ডার বাজার এলাকার একটি চর থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় আহত অবস্থায় জোহরা বেগমকে উদ্ধার করে কোস্ট গার্ড। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ওই নারীর পা ভেঙে যাওয়ায় স্বজনরা তাকে চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে গেছেন।
লঞ্চে থাকা ওই নারীর স্বামী জানান, তারা রাত ১০টার দিকে ঢাকায় যাওয়ার জন্যে গোসাইরহাট কুচাইপট্টি থেকে ওই লঞ্চে উঠেন। লঞ্চটির দোতলার ২০২ নম্বর কেবিন ভাড়া নেন তারা। লঞ্চে ওঠার পর তার স্ত্রী পানের সঙ্গে জর্দা খাওয়ায় মাথা ঘুরায় বলে জানায়। এরপর পানি খেতে চাইলে বোতলে থাকা পানি মুখে দেন। মুখের পানি কুলি করে ফেলতে গিয়ে মাথা ঘুরিয়ে হঠাৎ নদীতে পড়ে যান। তাৎক্ষণিক লঞ্চটি থামিয়ে দুই ঘণ্টা খোঁজাখুঁজি করে না পেয়ে লঞ্চটি ঢাকা চলে যায়। স্বামী নিজেও পানিতে ঝাঁপিয়ে পড়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তাকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন।
লঞ্চের কেবিনবয় মোঃ বিল্লাল বলেন, এক যাত্রী পড়ে যাওয়ার খবর পেয়ে লঞ্চটি অনেকক্ষণ সেখানে নোঙ্গর করে রেখে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু নিখোঁজের সন্ধান না পেয়ে তারা যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা দেন। ঘটনাস্থলে লঞ্চের লোক রেখে যাই আমরা।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার জানান, মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যাওয়া নারীকে বৃহস্পতিবার সকালে জীবিত উদ্ধার করা হয়েছে। ওই নারী স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে থাকেন। ঈদে গ্রামে বেড়াতে গিয়েছিলেন। বুধবার রাতে লঞ্চে করে স্বামী ও সন্তানকে নিয়ে গোসাইরহাট থেকে নারায়ণগঞ্জে ফিরছিলেন তিনি। দীর্ঘ ৯ ঘন্টা নদীতে ভাসতে ভাসতে বেঁচে যাওয়া আমার কাছে অলৌকিক মনে হচ্ছে।