মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩, ০০:০০

যে কোনো উন্নয়ন কাজ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে যেনো করা হয়
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, আমরা যেহেতু রাজনৈতিক সরকারের অধীনে আছি, সে জন্যে যে কোনো উন্নয়ন কার্যক্রম রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে যেনো করা হয়। সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রতি জেলা প্রশাসক এই আহ্বান জানান। তিনি গতকাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপ্রধানের বক্তব্যে এ কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, যে কোনো উন্নয়ন কাজ সংশ্লিষ্ট দপ্তর স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে করলে কাজের স্বচ্ছতা থাকে, সমন্বিতভাবে কাজের তদারকি করা হয় এবং কাজের মানও ঠিক থাকে। সে জন্য বলছি সমন্বয় জরুরি।

সভায় বিদ্যুৎ, সড়ক ও জনপথ, পানি উন্নয়ন বোর্ডসহ ৬৫টি সরাসরি দপ্তরের উন্নয়ন কার্যক্রম নিয়ে ব্যাপক আলোচনা হয়। বিদ্যুৎ বিভাগের আলোচনা পর্বে জেলা প্রশাসক বলেন, বিদ্যুতের সমস্যা প্রকট হচ্ছে। সারাদেশে তীব্র দাবদাহের কারণে এই বিদ্যুৎ সমস্যা হচ্ছে। তীব্র দাবদাহের কারণে বিদ্যুতের চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ায় সঞ্চালন লাইন সে লোড নিতে পারছে না। যার কারণে লোডশেডিং হয়। তারপরও এই রমজান মাসে ইফতার, সাহরী, নামাজের সময়টার দিকে যাতে বিদ্যুৎ থাকে সেদিকে খেয়াল লাখতে বিদ্যুৎ বিভাগকে বলা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানসহ ইউএনওবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়