মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৩, ০০:০০

সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সমাজের ভালমন্দসহ সকল দিক ফুটে উঠে
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভনের সুস্থতায় ও সংগঠনের জেলা শাখার মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনায় সম্পন্ন হয়েছে।

১৫ এপ্রিল শনিবার বিকেল সাড়ে ৫টায় চাঁদপুর প্রেসক্লাব কমিউনিটি সেন্টারে ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

তিনি তার বক্তব্যে বলেন, পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র দুটি। একটি হলো জবান আরেকটি হলো কলম। জবানের অস্ত্র দিয়ে কোটি মানুষের হৃদয় জয় করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর কলমের অস্ত্র দিয়ে সাংবাদিকরা কোটি কোটি মানুষের কাছে সত্য প্রকাশ করার সুযোগ পাচ্ছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাওন পাটওয়ারীর পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর সদর সার্কেল এসপি ইয়াসির আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ, সদর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোস্তাফা কামাল, সিনিয়র আইনজীবী অ্যাডঃ সেলিম আকবর, জেলা ইসলামী আন্দোলনের আমীর শেখ মোঃ জয়নাল আবেদিন সহ প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়