শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ০০:০০

শ্রেষ্ঠ অফিসার ও পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান
স্টাফ রিপোর্টার ॥

২২ মার্চ বুধবার পুলিশ লাইন্স, চাঁদপুর মাল্টিপারপাস শেডে পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার)-এর সভাপতিত্বে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার সভায় উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শ্রবণ করেন ও জেলা পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

ফেব্রুয়ারি মাস পর্যন্ত অভিন্ন মানদণ্ডের আলোকে পুলিশ সুপারের নিকট হতে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী অফিসার ও পুলিশ সদস্যগণ। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত চাঁদপুর জেলার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে কাজের স্বীকৃতি স্বরুপ শ্রেষ্ঠত্বের এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত হন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ জোবাইর সৈয়দ (হাজীগঞ্জ থানা), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ অলি উল্লাহ (চাঁদপুর সদর মডেল থানা)

শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন হাজীগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মিছবাহুল আলম চৌধুরী ও শ্রেষ্ঠ এএসআই ও ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হন এএসআই (নিঃ) মোঃ রেজাউল করিম (হাজীগঞ্জ থানা), থানায় কর্মরত এসআই (নিঃ)দের মধ্যে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ) মোঃ আব্দুল আজিজ (হাজীগঞ্জ থানা), জেলা গোয়েন্দা শাখার সর্বোচ্চ মাদক উদ্ধারকারী এসআই (নিঃ) অনুপ কুমার দে, জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরস্কার পান চাঁদপুর সদর মডেল থানার এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই (নিঃ) এবিএম কাওসার, এএসআই (নিঃ) মেহরাজ মাহমুদ। সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী টিআই কামরুল হাসান পিপিএম (সদর ট্রাফিক, চাঁদপুর)।

পুরস্কার প্রদান শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মাসিক কল্যাণ সভার উপস্থাপনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, চাঁদপুর।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দেসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়