শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ০০:০০

ভূমিহীন মুক্ত হলো ফরিদগঞ্জ

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে উপকোরভোগী লোকজনকে উন্নয়নের মূলস্রোতে নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকবে : জেলা প্রশাসক

ভূমিহীন মুক্ত হলো ফরিদগঞ্জ
প্রবীর চক্রবর্তী ॥

বুধবার (২২ মার্চ) ফরিদগঞ্জ উপজেলাকে ‘ক’ ক্যাটাগরির ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে সরকার গৃহহীন ও ভূমিহীনদের তালিকা তৈরি করে জমি ও ঘর তৈরির উদ্যোগ নেয়। সেই অনুযায়ী ফরিদগঞ্জে ১ম পর্যায়ে ২০টি, তৃতীয় পর্যায়ে ৫টি এবং সর্বশেষ গতকাল বুধবার হস্তান্তরকৃত চতুর্থ পর্যায়ের ৩১টিসহ মোট ৫৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সেমিপাকা ঘর তৈরি করে দেয়া হয়েছে। এর মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলায় ‘ক’ ক্যাটাগরি অনুযায়ী ভূমিহীন মুক্ত হলো। সকালে মাননীয় প্রধানমন্ত্রী ফরিদগঞ্জ উপজেলাসহ তিনটি উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করেন।

এই উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তাসলিমুন নেছার সভাপ্রধানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, মামনীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষের সূচনাকালে এদেশ থেকে ভূমিহীন নামক শব্দ দূর করার যেই ঘোষণা দিয়েছেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ফরিদগঞ্জ উপজেলা সেই তালিকায় নাম লেখালো। সরকার শুধু ভূমিহীনদের ভূমি ও ঘর তৈরি করে দিয়েই বসে থাকবে না। তাদের জীবনমান উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করছে। সমবায় সমিতির মাধ্যমে তাদের আয়বর্ধক কর্মে নিয়ে আসাসহ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হবে। সর্বদা আমাদের নজর থাকবে। অর্থাৎ আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে উপকোরভোগী লোকজনকে উন্নয়নের মূল¯্রােতে নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকবে। স্বাধীনতার পর আমাদের যেখানে প্রথম বাজেট ছিলো ৭৮৬ কোটি টাকা। কিন্তু সর্বশেষ ২০২২-২৩ অর্থবছরে ঘোষিত বাজেটের পরিমাণ হলো ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়। যার মধ্যে বড় একটি অংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে ব্যয় করা হয়। আজকে আপনাদের ঘর তৈরি ও জমি ক্রয় বাবদ ঘরপ্রতি প্রায় সাড়ে ৫ লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে। অর্থাৎ সরকার দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলছে।

সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদা আক্তার। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সহিদ উল্লা তপাদার, ওসি (তদন্ত) প্রদীপ মণ্ডল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, উপকারভোগী ইসমাইল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়