প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর জেলার উদ্যোগে গতকাল ২৭ ফেব্রুয়ারি শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী।
পুনাক সভানেত্রী বলেন, সমাজে প্রতিবন্ধীদের বোঝা না ভেবে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, যথাযথভাবে পরিচর্যা করলে তারা সম্পদে পরিণত হবে। প্রতিবন্ধীদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলানোসহ তাদের মৌলিক অধিকার আদায়ে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভাপতির বক্তব্যে ডাঃ আফসানা শর্মী বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় অংশ প্রতিবন্ধী মানুষ। শুধু সমাজ বা রাষ্ট্র থেকেই নয়, এমনকি পরিবার থেকেও প্রায়শই বঞ্চনা আর নেতিবাচক আচরণের শিকার হন প্রতিবন্ধী ব্যক্তিরা। পুনাক সভানেত্রীর সার্বিক দিকনির্দেশনায় মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের ধারা অব্যাহত রাখবে পুনাক, চাঁদপুর। প্রধান অতিথি ১২জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।
পুনাক চাঁদপুরের সহ-সভানেত্রী পূজা দাস রায়, সাধারণ সম্পাদিকা মৌমিতা সাহা, কোষাধ্যক্ষ তন্দ্রা দাস, সাংগঠনিক সম্পাদিকা ঈশানা আরাফাতসহ অন্যান্য পুনাক সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী পুনাক শপিং সেন্টার চাঁদপুরের শুভ উদ্বোধন করেন। তিনি পুনাক, চাঁদপুর কার্যালয় পরিদর্শন করে পুনাক, চাঁদপুরের সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সূত্র : ডিএমপি নিউজ।