সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মেঘনায় নিখোঁজের ৩ দিন পর ভেসে উঠলো স্কুলছাত্রের মরদেহ
মতলব ব্যুরো ॥

মতলব উত্তরের মোহনপুর পর্যটন কেন্দ্রে আনন্দ ভ্রমণে এসে গোসল করতে নেমে নিখোঁজ নারায়ণগঞ্জ ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র সুস্মিত সাহার মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি রোববার সকাল ৮টার দিকে মেঘনা নদী হতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে চাঁদপুর কোস্টগার্ড ও স্থানীয় নৌপুলিশ।

স্কুল ছাত্র সুস্মিত সাহা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর গ্রামের সুধাংশ সাহার ছেলে। তারা নারায়ণগঞ্জে বসবাস করেন। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী এমভি প্রিন্স কামাল-১ নামক লঞ্চযোগে দুপুরে মোহনপুর পর্যটন কেন্দ্রে এসে পৌঁছে। দুপুর ১টায় সুস্মিত অপর তিন সহপাঠীর সাথে মোহনপুর পর্যটন কেন্দ্র সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে নামে। এ সময় দুই ছাত্র তলিয়ে যায়।

শাহরিয়া ইসতিহাক শামস (১৬) নামে একজনকে ঘটনার পরপরই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেদিনই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নদীতে ডুব দিতে যাওয়া অপর শিক্ষার্থী সুস্মিত সাহাকে উদ্ধার করা সম্ভব হয়নি। অতঃপর তিনদিন পর ২৬ ফেব্রুয়ারি সকালে তার লাশ উদ্ধার করে নৌপুলিশ।

মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, আজ সকালে নদীতে টহল দেয়ার সময় লাশ ভাসতে দেখা যায়। পরে তা উদ্ধার করে পরিবারের সদস্যদের জানানো হয়।

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গত ২৩ ফেব্রুয়ারি চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ শাখার কিছু ছাত্র-ছাত্রী গোসল করতে নদীতে নামে। এদের মধ্যে দশম শ্রেণির ২ জন ছাত্র সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তাক্ষণিক সকল ছাত্র মিলে একজন (শাহরিয়ার ইশতিয়াক শামস-১৪)কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মৃত্যুবরণ করে এবং দশম শ্রেণির অপর একজন ছাত্র নিখোঁজ থাকে। পরবর্তীতে নিখোঁজ ছাত্রকে উদ্ধারে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর সার্চ এন্ড রেসকিউ অপারেশন পরিচালনা করে। ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী হতে সুস্মিত শাহা (১৫)-এর লাশ উদ্ধার করে। পরবর্তী কার্যক্রমের জন্য মৃতদেহটি মোহনপুর নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়