প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
চাঁদপুরে জেলা কওমী সংগঠনের দুই দিনব্যাপী সিরাতুন্নবী সম্মেলন
কোরআন-হাদীস ও আল্লাহ রাসুল সম্পর্কে আলোচনা
চাঁদপুর জেলা কওমী সংগঠনের উদ্যোগে দুই দিনব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লীর অংশগ্রহণের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে ২৭ ও ২৮ জানুয়ারি বাদ যোহর থেকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা কওমি সংগঠনের সভাপতি আল্লামা মুফতি আবু সাঈদের সভাপতিত্বে প্রথমদিন তাশরীফ আনেন বগুড়ার মুফতী শফী কাসেমী, চট্টগ্রাম নানুপুর মাদ্রাসার পীরে কামেল মুফতি বেলালুদ্দিন ও ঐতিহ্যবাহী কুমিল্লা সাতগম্বুজ জামে মসজিদের খতিব মাওলানা গাজী ইয়াকুব ওসমানী।
দ্বিতীয় দিন তাশরিফ আনেন উজানী পীর সাহেব আল্লামা আশেকে এলাহী, চট্টগ্রামের মুফাসসিরে কুরআন মুফতি আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা বসুন্ধরা ইসলামী রিচার্স সেন্টারের মুফতি রফিকুল ইসলাম আল-মাদানী প্রমুখ। এছাড়া দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তাশরীফ আনেন। দুইদিনের এই সিরাতুন্নবী সম্মেলনে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদের খতিব এবং ইমাম সাহেবগণ, মাদরাসা শিক্ষার্থীসহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা ওলামায়ে কেরাম ও কওমি মাদ্রাসার অবদান, নবীজী (সাঃ)-এর মুহাব্বত, খতমে নবুওয়াত ও কোরআন-হাদীস ও আল্লাহ রাসুল সম্পর্কে আলোচনা করেন। সুবাহানাল্লাহ আমিন আমিন ধ্বনিতে মশগুল ছিলেন সবাই। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানের কার্যক্রম চলে।
শনিবার রাতে সমাপনী আলোচনা শেষে বিশেষ দোয়ার মাধ্যমে সম্মেলন সমাপ্ত করা হয়। দোয়ায় দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়।
ওলামায়ে কেরামগণ ইসলামী শিক্ষাদানের মাধ্যমে চরিত্রবান ও দেশের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করছেন বলে জানান।