শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০

গণহত্যায় শাহাদাতবরণকারী মজম আলী ভূঁইয়ার শহীদ স্বীকৃতি চায় পরিবারের সদস্যরা ও এলাকাবাসী
গোলাম মোস্তফা ॥

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে চাঁদপুর সদর উপজেলার মধ্য রালদিয়া গ্রামে পাকবাহিনীর গণহত্যায় শাহাদাতবরণকারী ভূঁইয়া বাড়ির বাসিন্দা মজম আলী ভূঁইয়ার শহীদ স্বীকৃতি চায় তাঁর পরিবার এবং এলাকাবাসী।

শহীদ মজম আলী ভূঁইয়ার বড় ছেলে আঃ মজিদ ভূঁইয়া ও পরিবারের সদস্যরা জানান, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে জুলাই মাসের ২০ তারিখে চাঁদপুর সদর উপজেলার বর্তমান আশিকাটি ইউনিয়নের মধ্য রালদিয়া গ্রামের ভূঁইয়া বাড়িতে ঢুকে পাকবাহিনীর সদস্যরা ওই বাড়ির বাসিন্দা মজম আলী ভূঁইয়াকে সরাসরি গুলি করে হত্যা করে। স্বাধীনতার পর সরকার মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে শহীদ ব্যক্তিবর্গ ও বীরাঙ্গনাদের তালিকা প্রকাশ করে। কিন্তু স্বাধীনতার ৫২/৫৩ বছর পেরিয়ে গেলেও সকলের পরিচিত শহীদ মজম আলী ভূঁইয়ার নামটি গেজেটে আজো আসেনি। এ নিয়ে শহীদ মজম আলী ভূঁইয়ার পরিবারের সদস্যরাসহ এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে শহীদ মজম আলী ভূঁইয়াকে শহীদ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ লক্ষ্যে গতকাল ২০ জানুয়ারি উক্ত বাড়ির মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মরহুম উমেদ আলী ভূঁইয়া স্মৃতি সংসদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা সমবায় সমিতি লিঃ-এর চেয়ারম্যান শহীদ উল্লা খান (ছোট শহীদ স্যার), আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম ভূঁইয়া, মোখলেস ভূঁইয়া, মানিক ভূঁইয়া, ফারুক ভূঁইয়া, মাসুদ ভূঁইয়া, কাউসার ভূঁইয়া, নূরু ইসলাম ভূঁইয়া, শওকত আলী ভূঁইয়া, নিয়াজ ভূইয়া, দুলাল ভূঁইয়া, মিলন ভূঁইয়া, রুবেল ভূঁইয়া, উজ্জ্বল ভূঁইয়া, ইকবাল ভূঁইয়া, নূরু ভূঁইয়া, শাহাজান ভূঁইয়া, শাহালাম ভূঁইয়া, তাজুল ভূঁইয়া, হান্নান ভূঁইয়া, মান্নান ভূইয়া, মনির ভূঁইয়া, বারেক ভূঁইয়া, সুমন ভূঁইয়া, কালু ভূঁইয়া, সুলতান ভূঁইয়া সুলতান, খান রুবেল, খান শাজাহান, সিরাজ খান, সফিক খান, শাহিনুর ভূঁইয়া, মুজিব ভূঁইয়া, ফারুক ভূঁইয়া, নান্নু খান, শফিক খান, বিরাম খান, আহমদ খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা স্বাধীনতার এতোগুলা বছর পরও মজম আলী ভূঁইয়াকে সত্যিকারের শহীদের স্বীকৃতি না দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং অনতিবিলম্বে স্বীকৃতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের রালদিয়া গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দারা পূর্ব থেকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং এই বংশের লোকজন পূর্ব থেকেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত রয়েছেন। এরপরও শহীদ মজম আলী ভূঁইয়ার স্বীকৃতি না পাওয়ায় পুরো এলাকা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়