শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড গঠন
কামরুজ্জামান টুটুল ॥

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ৫ম বার্ষিক সাধারণ সভা শেষে সমিতির বোর্ড গঠন করা হয়েছে। সমিতি বোর্ডের সহ-সভাপতি নাসরীন সুলতানার সভাপ্রধানে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে সমিতির নব-গঠিত বোর্ড গঠন করা হয়।

এদিন বিকেলের অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালন (পূর্বাঞ্চল)-এর উপ-পরিচালক (কারিগরি) মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ আতিকুজ্জামান চৌধুরীর উপস্থিতিতে চলতি ২০২৩ সালের সমিতির বোর্ড গঠনের লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন শেষে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর এজিএম (এমএস) ও নির্বাচন কমিশনের সদস্য প্রকাশ কুমার সাহা ফলাফল ঘোষণা করেন। এতে উপস্থিত সদস্য (পরিচালক)দের ভোটে সভাপতি পদে মোঃ নুরুন নবী, সহ-সভাপতি পদে মোঃ খোরশেদ আলম, সচিব পদে মোহাম্মদ শহীদুল ইসলাম ও কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ওমর ফারুক নির্বাচিত হয়েছেন।

এ সময় নবগঠিত বোর্ডের সদস্য (এলাকা পরিচালক) মোহাম্মদ মাইন উদ্দিন মিয়াজী, মোহাম্মদ মাহবুব হাসান, মোঃ জসিম উদ্দিন মজুমদার, পারভীন আক্তার, ডিজিএম মোঃ বেলায়েত হোসেন, মোঃ ওমর আলী ও মোবারক হোসেন সরকারসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন। এর আগে এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত সমিতি চত্বরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়