প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ০০:০০
![চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাবের শীতবস্ত্র বিতরণ](/assets/news_photos/2023/01/03/image-27942.jpg)
গতকাল ২ জানুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর ল’ কলেজ প্রাঙ্গণে চাঁদপুর হিলশা সিটি রোটারী ক্লাব একশ’ হতদরিদ্র শীতার্তের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণের প্রকল্প বাস্তবায়ন করে। প্রধান অতিথি হিসেবে এই কম্বল বিতরণ করেন চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি প্রফেসর ড. অরুন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন রোটারী জেলা-৩২৮২-এর সাবেক লেফটেনেন্ট গভর্নর কাজী শাহাদাত। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট আলম মিয়াজী আলম, চার্টার প্রেসিডেন্ট রহিমা বেগম, প্রেসিডেন্ট ইলেক্ট সাইফুল আজম, ক্লাব ট্রেইনার মফিজ উদ্দিন সরকার, চার্টার ভাইস প্রেসিডেন্ট মাহমুদা খানম, প্রোগ্রাম চেয়ারম্যান আসিফ ইসলাম প্রমুখ।