বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

আজ শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ বালক ফুটবল
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে, ছুঁয়ে দেবো আসমান’ এ স্লোগানকে সামনে রেখে শুরু হচ্ছে আন্তঃউপজেলা পর্যায়ের শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩। ৪ জানুয়ারি চাঁদপুর স্টেডিয়ামে এ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ৪ জানুয়ারি বুধবার সকাল ১০টায় এ গেমসের উদ্বোধন অনুষ্ঠিত হবে। আজ ২ জানুয়ারি সোমবার থেকে শুরু হবে বালকদের নিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটবল ইভেন্টের খেলা। ৩ জানুয়ারি অনূর্ধ্ব-১৭ বালক দলের ফুটবল খেলা শেষ হবে।

৪ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএমণ্ডবার, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি নাছির উদ্দিন আহমেদ, আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

চাঁদপুর স্টেডিয়ামে ২ জানুয়ারি থেকে শুরু হওয়া গেমসের সমাপনী হবে ১০ জানুয়ারি। গেমসে দলগত ইভেন্টে রয়েছে : ফুটবল (বালক ও বালিকা), কাবাডি (বালক) ও ব্যক্তিগত ইভেন্ট : দাবা (বালক), ব্যাডমিন্টন (বালক), টেবিল টেনিস (বালক) ও অ্যাথলেটিক্স (বালক ও বালিকা)।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু এ প্রতিবেদককে জানান, ইভেন্টের বেশিরভাগ খেলাগুলোই চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বালকদের ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হবে চাঁদপুর ক্লাবের ব্যাডমিন্টন মাঠে। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ-তরুণীদের খেলা উপভোগ করার জন্য জেলার সকল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, জেলা ক্রীড়া সংস্থার সকল ক্লাব কর্মকর্তা, সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ সকল সুধীজনকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়