প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে বই উৎসব](/assets/news_photos/2023/01/02/image-27894.jpeg)
ঐতিহ্যবাহী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বই উৎসব পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুুর জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম (নাজিম) দেওয়ান, ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক উল্লাহ পাটওয়ারী ও মাননীয় শিক্ষামন্ত্রীর চাঁদপুর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু।
এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ইব্রাহিম খান, শিক্ষক প্রতিনিধি মাওলানা কবির আহমেদ ওসমানীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারীর উপস্থিতির পাশাপাশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এমআর শামিম।
সবশেষে সভাপতির পক্ষ থেকে অতিথি, শিক্ষক-কর্মচারীসহ অন্যদের জন্যে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।