প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![হাজীগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা নতুন বই পায়নি!](/assets/news_photos/2023/01/02/image-27893.jpg)
গতকাল রোববার বই উৎসব পালনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে ২০২৩ সালের শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ করা হয়েছে। চাঁদপুর জেলাও এর মধ্যে রয়েছে। তবে হাজীগঞ্জ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থী নতুন পাঠ্যবই পায়নি। এ উপজেলার জন্যে নতুন বই না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীকে। তবে ১৫ দিনের মধ্যে চলে আসবে বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরী।
খোঁজ নিয়ে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ সালের শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ হাজার। শিশু শিক্ষার্থীর বিশাল এই বহরের জন্যে নতুন একটি বইও আসেনি। বই না আসাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বছরের প্রথমদিন বই ছাড়া বাড়ি ফিরেছে। এতে করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অনেক অভিভাবক তাদের সন্তানদের জন্য পুরাতন বই সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে বলে জানা গেছে। অর্থাৎ ২০২৩ সালের শিক্ষাবর্ষের জন্য ২২ সালের শিক্ষাবর্ষের বই পেতে ছোটাছুটি শুরু করছেন সংশ্লিষ্ট শ্রেণির অভিভাবকগণ।
উপজেলার বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল বাসার জানান, আজ ১ জানুয়ারি বোরবার পঞ্চম শ্রেণিতে উত্তীর্ণ আমার সন্তানের জন্য গত বছরেরর এক সেট পুরানো বই সংগ্রহ করেছি।
নাম প্রকাশ না করার শর্তে বাকিলা এলাকার আরেক অভিভাবক জানান, স্থানীয় একটি কেজি স্কুলের এক শিক্ষককে বলে মেয়ের জন্যে পুরানো এক সেট বই নিয়েছি।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চলিত শিক্ষাবর্ষে রোববার পর্যন্ত কোনো নতুন বই আসেনি বলে জানান, হাজীগঞ্জ পাইলট বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার ও হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা জানান, পঞ্চম শ্রেণির কোনো নতুন বই আসেনি।
পঞ্চম শ্রেণির নতুন কোনো বই আসেনি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ চৌধুরী জানান, আগামী ১৫ দিনের মধ্যে পঞ্চম শ্রেণির নতুন বই চলে আসবে। বই না আসাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ক্লাসে কী নিয়মে যাবে এমন বিষয়ে বলেন, এটা একটা সার্কুলার আসবে, তা আসলে বলা যাবে।