বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার করুণ মৃত্যু
স্টাফ রিপোর্টার ॥

বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধার করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। উক্ত সড়কের কালীভাংতি নামক স্থানে চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২-এর সম্মুখে গতকাল ১ জানুয়ারি রোববার সকাল ১০টায় লজ্জাতিন্নেছা (৭০) নামে এ বৃদ্ধা করুণ মৃত্যুর শিকার হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কল্যাণপুর ইউনিয়নের রঙ্গেরগাঁও গ্রামের বকাউল বাড়ির আলী বকাউলের স্ত্রী চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ বিদ্যুৎ বিল জমা দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনার কবলে পড়েন।

জানা যায়, ঘাতক ট্রাকটি বৃদ্ধ নারীকে চাপা দিয়ে টেনে প্রায় একশ’ ফুট দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে বৃদ্ধার শরীর ও মাথার মগজ বের হয়ে তার করুণ মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি বৃদ্ধ নারীকে চাপা দিয়ে দ্রুত গতিতে মতলবের দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শী ক’জন জানান।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই সুমন ও এএসআই মিজান ঘটনাস্থল পরিদর্শন করেন লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠান।

নিহত বৃদ্ধা তিন ছেলে ও দুই মেয়ের জননী। এই বৃদ্ধা বিদ্যুৎ বিল দেয়ার জন্যে প্রতিমাসেই চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ আসতেন। স্বামী শ্রবণ প্রতিবন্ধী ও সন্তানেরা চাকুরিজনিত কাজে ব্যস্ত থাকায় বাড়িতে থাকতেন না বলে এই বৃদ্ধাকেই বিদ্যুৎ বিল দিতে আসতে হতো।

বৃদ্ধার মৃত্যুর বীভৎস দৃশ্য দেখে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রত্যক্ষদর্শী ক’জন জানান, এ স্থানে কোনো ধরনের গতিরোধক না থাকায় ব্যস্ততম সড়কে অতিরিক্ত গতির কারণে প্রতিনিয়তই ছোটখাটো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। মাঝেমধ্যে কারো প্রাণও কেড়ে নিচ্ছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের সম্মুখ থেকে ব্রিজ পর্যন্ত গতিরোধক দেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকার সাধারণ মানুষ।

এদিকে মডেল থানা সূত্রে জানা যায়, ঘাতক ট্রাকটিকে এখনো আটক করা যায়নি ও কোনো ধরনের মামলা রুজু হয়নি। তবে মামলা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়