বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

অ্যাডঃ ইব্রাহীম খলিলের ইন্তেকাল ॥ আজ দাফন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিনিয়র আইনজীবী ইব্রাহিম খলিল আর বেঁচে নেই। তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তাঁর মৃত্যুর খবর দ্রুত আদালত এলাকায় ছড়িয়ে পড়লে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

রোববার (১ জানুয়ারি) তিনি আদালতের কাজ সেরে দুপুরে নিজ এলাকা চাঁদপুর শহরের ষোলঘর স্কুলে বই বিতরণ করতে রওনা দেন।

জানা যায়, স্কুল ও বাড়ির রাস্তাতে যাওয়ার পথে তিনি হার্টঅ্যাটাক করেন। সাথে সাথে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অ্যাডঃ ইব্রাহিম খলিলের বাসা শহরের ষোলঘর বিটি রোড এলাকায়। তাঁর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামে। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাস করার পর ১৯৮৯ সালের ২০ এপ্রিল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন। সেই থেকে রোববার দুপুর পর্যন্ত তিনি আইন পেশার সাথে সম্পৃক্ত ছিলেন।

অ্যাডঃ ইব্রাহিম খলিলের প্রথম জানাজা রোববার বিকেলে শহরের বিটি রোড এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় পৌর কাউন্সিলর অ্যাডঃ কবির চৌধুরী ও মরহুমের ভাগিনা অ্যাডঃ ইমাম হোসেন সুমন। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দেওয়ান মোঃ সফিকুজ্জামান।

জানাজায় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডঃ ইকবাল বিন বাশার, অ্যাডঃ সেলিম আকবর, সিনিয়র আইনজীবী অ্যাডঃ একেএম সালেহ, অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ জহির উদ্দিন বাবর বেপারীসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, ইসলামিক ল’ ফোরামের আইনজীবী সহ স্থানীয় এলাকাবাসী ও মুসল্লিরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার রাতে তার নিজ বাড়িতে ২য় জানাজা এবং আজ সোমবার ৩য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। প্রথম জানাজায় ইমামতি করেন মাওলানা লিয়াকত হোসেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়