প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০
![প্রাথমিক বিদ্যালয়ের প্রতি আমার অন্যরকম একটা আবেগ কাজ করে](/assets/news_photos/2023/01/02/image-27889.jpg)
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (১ জানুয়ারি ২০২৩) সকাল ১০টায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় তিনি বলেন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভালো ফলাফল করার পেছনে অনেকের ভূমিকা রয়েছে। আমি চাই অন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই প্রতিষ্ঠানের মতো করে গড়ে উঠুক। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রতি আমার অন্যরকম একটা আবেগ কাজ করে। এখানে আসলে অনেকগুলো ফুটন্ত ফুল দেখা যায়। এ বিদ্যালয়ের শিক্ষার্থী শুভ্রা সব বিষয়ে অনেক মেধাবী। সে অন্য শিক্ষার্থীদের জন্যে উদাহরণ হতে পারে। আত্মবিশ্বাস ও অনুশীলন থাকলে যে কোনো মানুষকে গড়ে তোলা সম্ভব।
অভিভাবকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, শিশুদের প্রতি অভিভাবকেরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আপনারা শিশুদের প্রতি খেয়াল রাখবেন। শিশুদের মনে দেশপ্রেম ও সাহস জোগাতে হবে।
তিনি ছোটবেলার স্মৃতিচারণ করে বলেন, একসময় আমরা বই পেতাম বছর শুরু হওয়ার কয়েকমাস পর। তখন প্রাথমিক শিক্ষার বই বিনামূল্যে পেতাম না। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের শুরুতে বিনামূল্যে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিচ্ছেন। এই মহান কাজের জন্যে আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় আমার আনন্দের একটি জায়গা। সেখানে গেলে অনেকগুলো ফুটন্ত ফুল একসাথে দেখতে পাই।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিনের সভাপ্রধানে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাসান ইমাম বাদশা, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ। উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন প্রমুখ।
পরে জেলা প্রশাসক হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নতুন বই বিতরণ করেন। চাহিদার আলোকে জেলার মাধ্যমিক-প্রাথমিক বিদ্যালয়ে ইতোমধ্যে ৬৩ লাখ ৫২ হাজার কপি বই এসেছে।