বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ০০:০০

স্কুলে স্কুলে চলছে বই উৎসব, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার ॥

সারাদেশের মতো চাঁদপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে শুরু হয়েছে বই উৎসব। নতুন বই পেয়ে আনন্দণ্ডউল্লাসে ভাসছে শিক্ষার্থীরা। চাঁদপুর শহর ও জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রোববার সকালে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) হিসাব অনুযায়ী, সারাদেশে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ পাঠ্যপুস্তক বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রোববার সকাল থেকে চাঁদপুর শহরের শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও প্রাক্প্রাথমিকের বই উৎসব শুরু হয়। এ সময় শিক্ষকরা নতুন বই তুলে দেন ছাত্র-ছাত্রীদের হাতে।

করোনা মহামারীর কারণে বন্ধ থাকার দুই বছর পর চাঁদপুরসহ সারাদেশে মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলোতে শুরু হয় এ বই উৎসব।

রোববার সকাল ১০টা থেকে জাতীয় পাঠ্যপুস্তক দিবস-২০২৩-এর যাত্রা শুরু করেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জাকির হোসেন।

এ বছর বই উৎসবে সারাদেশে ৪ কোটি ৯ লাখ ১৫ হাজার ৩৮১ শিক্ষার্থীর মাঝে ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক্প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়