প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ০০:০০
কচুয়া উপজেলা আওয়ামী লীগের কমিটিতে অবিশ্বাস্য রকমের চমক এসেছে। আর এই চমক হচ্ছেন নবনির্বাচিত সভাপতি। কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সাথে তাঁর ভোটের ব্যবধান হলো ৮৫। যেই শিশির নির্বাচিত জনপ্রতিনিধি হয়েও জেল খেটেছেন, যার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থাকবে না বলে জেলাজুড়ে আলোচনা ছিল। কচুয়ার রাজনীতিতে যিনি একরকম কোনঠাসা হয়ে গিয়েছিলেন, সেই শাহজাহান শিশির সকল কিছুকে অতিক্রম করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। এটাই চমক এবং আলোচিত বিষয়। কেন্দ্রীয় দুই হেভিওয়েট নেতার পছন্দের প্রার্থীকে ধরাশায়ী করে শিশিরের বিজয় রাজনীতিতে নতুন বার্তা বলে মনে করেন রাজনৈতিক বোদ্ধা মহল।
সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। আর যুগ্ম-সম্পাদক হিসেবে অ্যাডঃ হেলাল উদ্দীনের নাম ঘোষণা করা হয়। গতকাল সোমবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নতুন এই নেতৃত্ব নির্বাচিত এবং মনোনীত হয়। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। স্টেডিয়ামের প্যাভিলিয়নে সভাপতি পদে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির সভাপতি নির্বাচিত হন।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এই ভোটগ্রহণ কার্যক্রমে সভাপতি পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে শাহজাহান শিশির পেয়েছেন ২৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী পেয়েছেন ১৫৬ ভোট এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির পেয়েছেন ৫৫ ভোট। মোট ভোটার সংখ্যা ৪৮৫ জন। তন্মধ্যে ৪৫৩ জন ভোটার সরাসরি উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোটের সংখ্যা ১। ফলাফল ঘোষণা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
সাধারণ সম্পাদক পদে ভোট হয়নি। এই পদে বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগকে পুনরায় মনোনীত করা হয়। এছাড়া ১নং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাডঃ হেলাল উদ্দীনের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় ভোটগ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ গোলাম হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংগঠনিক টিম প্রধান (কচুয়া) আঃ রশিদ সর্দার, সহ-সভাপতি অ্যাডঃ জহিরুল ইসলাম, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিসহ কয়েকজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব শেষে বিকেল ৩টায় দ্বিতীয় পর্বের কাউন্সিল অধিবেশন বসার প্রস্তুতিকালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে কাউন্সিল অধিবেশন স্থগিত রাখেন।
নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদককে বিভিন্ন মহল ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।