প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ১১ ডিসেম্বর রোববার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএমণ্ডবার, নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ কমিটির সদস্যবৃন্দ।
সভার শুরুতে শুরুতেই ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন নিয়ে আলোচনা হয়। এরপরই জেলার গত নভেম্বর মাসের চুরি ডাকাতি, দস্যুতা, খুন, নারী নির্যাতন, মাদক মামলাসহ অন্য মামলার সকল তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি এসব সমস্যা যেন দ্রুত সমাধান করা যায় সেজন্যে জরুরি পদক্ষেপ গ্রহণ করার জন্য দিক-নির্দেশনামূলক আলোচনা করা হয়।
এছাড়া চলমান এইচএসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এবং কয়েকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদণ্ডমাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামুলক বক্তব্য দেন সভাপ্রধান জেলা প্রশাসক কামরুল হাসান।