বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২, ০০:০০

করোনাকালীন প্রণোদনা : চাঁদপুরের ৮৮ খেলোয়াড়কে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেক প্রদান
ক্রীড়াকণ্ঠ প্রতিবেদক ॥

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ক্রীড়ার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। তারই স্বপ্ন বাস্তবায়ন করছেন তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একের পাশে অন্যের দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। ২১ নভেম্বর সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সৌজন্যে করোনাকালীন সময়ে চাঁদপুরের অসহায় ও দুঃস্থ খেলোয়াড়দের বিশেষ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে সারাদেশের মানুষের ন্যায় খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক অনেকেই কষ্টের মধ্যে ছিলেন। অন্যান্য পেশার মানুষের সাথে আপনাদেরও প্রণোদনার আওতায় এনেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার যেমন সব শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়িয়েছেন, তেমনি বিভিন্ন সংগঠন সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে। করোনাকালীন সময়ে বাংলাদেশ প্রমাণ করেছে আমরা মানবতায় বিশ্বাস করি।

অনুষ্ঠানে ৮৮ জন খেলোয়াড় ও ক্রীড়া সংগঠককে ৫ হাজার টাকা করে ৪ লাখ ৪০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক কামরুল হাসান। একই সময়ে একজন অসুস্থ খেলোয়াড়কে ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়