প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ০০:০০
আজ শনিবার চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সেমি-ফাইনাল। ২টি সেমি-ফাইনালে লড়বে ৪ টি দল।
টুর্নামেন্টের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিসিবির পরিচালক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার স্টার লাইভ, চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।
চাঁদপুর জেলা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত টুর্নামেন্টের প্রথম সেমি-ফাইনালে সকাল ৯টায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও শাহরাস্তি ক্রিকেট একাডেমী চাঁদপুর। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর ও ঢাকা আটিসান ইউসি স্পোর্টস ক্লাব।
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনালের ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত ২৩ অক্টোবর। সেই ম্যাচগুলোতে জয়ী হয়ে সেমি-ফাইনালে উঠে শাহারাস্তি ক্রিকেট একাডেমী চাঁদপুর ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
গতকাল (২৮ অক্টোবর) শুক্রবার অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ২টি ম্যাচ। প্রথম ম্যাচে অংশ নেয় মতলব সূর্য তরুণ ক্রিকেট একাডেমি চাঁদপুর ও ঢাকা আটিসান ইউসি ক্লাব। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মতলব ৯ উইকেটে করে ৬৯ রান। জবাবে ঢাকা আটিসান ক্লাব ১১ ওভার ৩ বলে ৪ উইকেটে করে ৭৩ রান। ঢাকা আটিসান ইউসি ক্লাব ৬ উইকেটে জয় পেয়ে সেমি-ফাইনালে উঠে।
অপরদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর ও চট্টগ্রাম বাকালিয়া সূর্য তরুণ ক্লাব। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চাঁদপুরের দলটি। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৮ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে সাদ্দাম হোসেন ৫৪ বলে ৭৯ রান করেন। জবাবে বাকালিয়া সূর্য তরুণ ক্লাব ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান করে। থ্রি কুইন্স ওয়ারিয়র্স চাঁদপুর ২১ রানে জয় পেয়ে টুর্নামেন্টের সেমি-ফাইনালে উঠে।