শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২২, ০০:০০

সরকার দেশে সাম্প্রাদায়িক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। কিন্তু এই অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশে অপতৎপরতা চালাচ্ছে। তাদের সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি সকলের তাদের ধর্ম পালন করার অধিকার রয়েছে। পূজাটা সনাতন ধর্মাবম্বলীদের হলেও উৎসবটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ জাতি-ধর্মণ্ডবর্ণ-নির্বিশেষে সকল সম্প্রদায়ের, সকল মানুষের।

তিনি ৩ অক্টোবর সোমবার চাঁদপুর ও হাইমচরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ, বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ এবং শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, যারা মসজিদ, মন্দির, গির্জাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখল করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে। ধর্মীয় বিষয়ে কারো সাথে আপোষ নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল রাষ্ট্র। কোনো অশুভ শক্তি যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। অসুরের হাত থেকে সমাজ-রাষ্ট্রকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, আজ বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আমাদেরকে এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হবে। এজন্যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

চেক ও বস্ত্র বিতরণ এবং পূজামণ্ডপ পরিদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ দেবাশীষ কর মধু ও পৌর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী মহাবীর ও রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি গোপাল চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুধীর হরিজন, ডাসাদী বড় সূত্রধর বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র সূত্রধর, দামোদরদি কমলকৃষ্ণ সরকার বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি রাজেশ শ্যাম মজুমদার, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র, সিনিয়র সহ-সভাপতি লক্ষ্মণ চন্দ্র, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী পায়েল, সুমন মজুমদার, ইকবাল হোসেন লিটন, টুটন মজুমদার প্রমুখ।

এদিন সকালে সুজিত রায় নন্দী চাঁদপুর বড় স্টেশন এলাকার শ্রী শ্রী মহাবীর ও রাধাকৃষ্ণ মন্দিরে নারী-পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করেন। পরে সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ডাসাদী বড় সূত্রধর বাড়ি দুর্গা মন্দিরে ও বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী কমলকৃষ্ণ সরকার বাড়ি দুর্গা মন্দিরে বস্ত্র বিতরণ করেন। বিকেলে চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দির, দাসপাড়া, মেথারোডের মিনার্ভা, কদমতলা, পালপাড়া, বাবুরহাট দাশবাড়ি, গোপালের আখড়া ও পালপাড়া মন্দির সহ বেশ ক’টি মন্দির পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়