প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের চাঁদপুর গ্রামে এক মুরগি ব্যবসায়ী বাড়ি থেকে বের হতে পারে না। এ নিয়ে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, বোরহান উদ্দিন তালুকদার তার খামারের মুরগি বিক্রি করেন। বিক্রিত মুরগি খামার থেকে ভ্যান গাড়িতে করে নেয়ার সময় একই এলাকার সেলিম বেপারী বাধা প্রদান করেন। এ খবর শুনে বোরহান উদ্দিন তালুকদার ভ্যান গাড়ির নিকট গিয়ে সেলিম বেপারীকে জিজ্ঞেস করে কেন তার মুরগির গাড়ি আটক করা হয়েছে? জানতে চাইলে সেলিম বেপারী বলেন, ২০ হাজার টাকা না দিলে এখান দিয়ে মুরগির গাড়ি নেয়া যাবে না। ‘জনগণের চলাচলের রাস্তা দিয়ে গাড়ি দিয়ে মুরগি নেয়া হবে, আপনাকে কিসের টাকা দিবো?’ বললে সেলিম বেপারী উত্তেজিত হয়ে বোরহান উদ্দিন তালুকদারকে মারধর করেন এবং কিছু মুরগি মেরে ফেলেন। উপায়ন্তর না পেয়ে বোরহান উদ্দিন ‘৯৯৯’ নম্বরে ফোন করেন। পরে সেলিম বেপারীকে অভিযুক্ত করে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পরদিন সেলিম বেপারীর লোকজন বোরহান উদ্দিনের বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসেন। তিনি তাদের ভয়ে বাড়ি থেকে বের হতে পারেন না। এমনকি তার ব্যবসা প্রতিষ্ঠান বাগাদী চৌরাস্তায় লোকজন পাঠায় তাকে মারধর করার জন্য। বর্তমানে বোরহান উদ্দিন তালুকদার ডাকাতিয়া নদীর পাড় দিয়ে মৈশাদী হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বাগাদী চৌরাস্তায় যেতে হয়। যে কোনো সময় সেলিম বেপারীর লোকজন তার ওপরে হামলা করতে পারে। বর্তমানে বোরহান উদ্দিন তালুকদার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন বোরহান উদ্দিন তালুকদার।