প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ০০:০০
সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের দুর্নীতিবিরোধী আন্দোলনের বিদিত পথিকৃৎ ও সনাক পরিবারের পাঁচজন সহযোদ্ধার স্মরণ সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। যাঁরা চাঁদপুরের সর্বজনশ্রদ্ধেয় গুণী ব্যক্তিত্ব, যাঁদের অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টার ফসল হিসেবে চাঁদপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন এগিয়ে যাচ্ছে। এই পাঁচজন গুণী ব্যক্তি হচ্ছেন : সনাক-চাঁদপুরের প্রতিষ্ঠাকালীন সদস্য (২০০৫ সালের ডিসেম্বরের ২৫ তারিখ থেকে) আলহাজ¦ ডাঃ এমএ গফুর (মৃত্যু ২৩ আগস্ট ২০১৯), আলহাজ¦ কামরুজ্জামান চৌধুরী (মৃত্যু ৩০ মার্চ ২০১৪), আলহাজ¦ প্রফেসর মনোহর আলী (মৃত্যু ১৮ মে ২০২০), ডাঃ মোঃ একিউ রুহুল আমিন (মৃত্যু ০৭ সেপ্টেম্বর ২০১৯) ও প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন (মৃত্যু ১৬ জুন ২০২০)। চাঁদপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে ছড়িয়ে দিতে তথা মানুষের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে এই গুণী মানুষগুলো নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁদের জীবন, কর্ম ও অবদান বিষয়ক আলোচনা এবং আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় সনাক-চাঁদপুর স্মরণসভার আয়োজন করেছে। স্মরণ সভাটি আজ মঙ্গলবার বিকেল ৪টায় সনাক কার্যালয় (অ্যাপোলো মজিদ টাওয়ার, ৩য় তলা দক্ষিণাংশ, চিত্রলেখা মোড়, চাঁদপুর)-এ অনুষ্ঠিত হবে। সভায় আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্যে সনাক-চাঁদপুরের পক্ষ থেকে আহ্বান জানানো যাচ্ছে।