মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ আগস্ট ২০২২, ০০:০০

মতলব দক্ষিণে নিহত দুই নির্মাণ শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের উত্তর বাড়ৈগাঁও এলাকায় নির্মাণাধীন সেপটিক ট্যাংকের সাটারিং খুলতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাওয়া নির্মাণ শ্রমিক লিটন পাঠান ও রাসেল প্রধানের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে। শ্রমিকদের সংগঠন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন, নারায়ণপুর ইউনিয়ন ও নায়েরগাঁও ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

গত ২২ আগস্ট সকাল ১১টায় খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিহত শ্রমিকদের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অর্থ প্রদান করেন এবং শোকাহত পরিবারের বাড়িতে থাকা সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আব্দুল মজিদ প্রধান, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শামীম মিয়াজী, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মোঃ আনোয়ার হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি মানিক মিয়া, খাদেরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মোঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক বাবুল মজুমদার, নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর প্রধান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঠিকাদার আক্তার হোসেন, মোজাম্মেল হক, সেলিম মিয়া, আল আমিন মজুমদারসহ সংগঠনের সদস্য ও নির্মাণ শ্রমিকরা।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে মারা যান লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮)। তাদের দু’জনের বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পুটিয়া ও হুরমহিষা গ্রামে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়